ধর্ম ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
জানাজার নামাজ বিশেষ ফজিলতপূর্ণ আমল। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনও মুসলমানের জানাজায় শরিক হয়ে নামাজ পড়ে এবং তাকে কবরও দেয় সে দুই কিরাত নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, সে এক কিরাত নেকি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, দুই কিরাতের পরিমাণ কতটুকু? তিনি (স.) বললেন, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমান নেকি।’ (বুখারি: ৪৭; মুসলিম: ৯৪৫; তিরমিজি: ১০৪০; নাসায়ি: ১৯৯৪; আবু দাউদ: ৩১৬৮; ইবনে মাজাহ: ১৫৩৯)
আরও পড়ুন
জানাজার নামাজের নিয়মকানুন, গুরুত্ব ও ফজিলত
জানাজার নামাজসহ ৪ আমলে নিশ্চিত জান্নাত
জানাজার নামাজে তাকবির রয়েছে চারটি। তাকবিরগুলোর মাঝখানে আল্লাহর হামদ ও সানা, নবীজির ওপর দরুদ, মৃতব্যক্তির জন্য দোয়া পাঠ করা হয়। জানাজার নামাজে চার তাকবির বলা ফরজ। একটি তাকবির ছুটে গেলেও জানাজার নামাজ সহিহ হয় না। কেউ জানাজা নামাজে শরিক হওয়ার আগেই এক বা দুই তাকবির মিস করলে তার করণীয় হলো- ইমামের পরবর্তী তাকবিরের জন্য অপেক্ষা করা এবং ইমামের সাথে তাকবির বলে নামাজে শরিক হওয়া। এরপর ইমাম যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, তখন পূর্বে শুধু ছুটে যাওয়া তাকবিরগুলো একে একে বলা (অর্থাৎ সালাম ফেরানোর আগে চার তাকবির সম্পন্ন করা)।
তবে ছুটে যাওয়া তাকবিরগুলো অবশ্যই জানাজার খাটিয়া উঠানোর আগেই বলে নিতে হবে। খাটিয়া উঠিয়ে ফেলার পরে আর তাকবির বলা যাবে না।
(কিতাবুল আছল: ১/৩৫২; আলমুহিতুল বুরহানি: ৩/৭৭; বাদায়েউস সানায়ে: ২/৫৩; ফতোয়ায়ে খানিয়া: ১/১৯২; হালবাতুল মুজাল্লি: ২/৬১২; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৬৫; রদ্দুল মুহতার: ২/২১৬)