images

ইসলাম

মোজা মাসেহ করার নিয়ম

ধর্ম ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম

অজু সহজভাবে সম্পন্ন করতে পা ধোয়ার বিকল্প হিসেবে ইসলামে মোজা মাসেহের অনুমতি দেওয়া হয়েছে। মোজা মাসেহ সহিহ হওয়ার প্রধান শর্ত হলো- পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে পরিধান করা। অজু ছাড়া কেউ মোজা পরিধান করে মাসেহ করলে তা শুদ্ধ হবে না। (বুখারি: ১৯৯, ২০৬, মুসলিম: ২৪৭; আল মুগনি: ১/১৭৪)

যেসব মোজায় মাসেহ করা যায়
সব মোজায় মাসেহ করা যায় না। চার বৈশিষ্ট্য পূরণ হলেই ওই মোজার ওপর মাসেহ করা যাবে। ১. মোজা এমন মোটা হতে হবে যেন উপরে পানি পড়লে ভেতরে না পৌঁছায়। ২. যে মোজা রাবার অথবা সুতা ইত্যাদি দিয়ে বাঁধা ছাড়াও স্বয়ংসম্পূর্ণভাবে পায়ের সঙ্গে লেগে থাকে। ৩. শুধু ওই মোজা পরিধান করেই দুই-তিন মাইল হাঁটা যায়। ৪. মোজা ছেঁড়া হলে পায়ের ছোট আঙুলের তিন আঙুল পরিমাণের কম ফাটাছেঁড়া থাকতে হবে। (আবু দাউদ: ২৪২০, আল মাওসুআতুল ফিকহিয়্যা আল কুয়েতিয়্যা: ৩৭/২৬৫; মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১/১৮৮; ফাতহুল কাদির: ১/১০৯)

দেশে প্রচলিত সুতার মোজা ও হাত মোজায় মাসেহ করা যাবে না
আমাদের দেশে প্রচলিত সুতার মোজার ওপর মাসেহ বৈধ নয়। মাথার ওপর মাসেহ না করে পাগড়ি, টুপি এবং বোরকার ওপর মাসেহ করা যেমন জায়েজ নেই, তেমনি হাতমোজার ওপর মাসেহ করা জায়েজ নেই। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/২৩, আবু দাউদ: ১৪০)

আরও পড়ুন: তায়াম্মুম করার নিয়ম কী, কখন করা যায়?

মাসেহ করার নিয়ম
হাতের ছোট তিন আঙুলের সমান পায়ের ওপরের অংশ মাসেহের ফরজ সীমারেখা। (আবু দাউদ: ১৪০, সুনানে কুবরা লিল বায়হাকি: ১৪৩৭, মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/১৮৫)
পায়ের আঙুলের মাথা থেকে হাতের আঙুলগুলো প্রশস্ত করে টাখনু পর্যন্ত মাসেহ করা সুন্নত। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/১৮৫, কিতাবুল আসার: ১/৭২)

মুকিম ও মুসাফিরের মোজা মাসেহের সময়সীমা ভিন্ন
মোজা মাসেহের সময়সীমা মুসাফিরের জন্য তিন দিন তিন রাত এবং মুকিমের জন্য এক দিন এক রাত। অর্থাৎ মুকিম অজু করে মোজা পরিধান করলে— পরবর্তী একদিন পর্যন্ত যতবার অজুর প্রয়োজন, পা ধোয়ার প্রয়োজন পড়বে না। বরং মোজার ওপর তিন আঙুল পরিমাণ মাসাহ করে নিলেই চলবে। এ সুযোগ মুসাফিরের জন্য তিনদিন পর্যন্ত অব্যাহত থাকে। বিভিন্ন হাদিসে রাসুল (স.) অনুরূপ আমলের উল্লেখ পাওয়া যায়। (রদ্দুল মুহতার: ১/২৬০)

আরও পড়ুন: গাড়িতে নামাজ পড়ার নিয়ম

মাসেহের শুরু ও শেষ সময়
মাসেহর সময় শুরু হবে যখন থেকে অজু ভেঙে যায়। আর এটি যখন থেকে মোজা পরা হয়, সে সময় থেকে নয়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/১৮০)
মুকিম যদি মাসেহ করার পর সফর শুরু করে, তবে মুসাফিরের সময়সীমা পরিপূর্ণ করবে, তদ্রূপ মুসাফির যদি মাসেহ করার পর মুকিম হয়ে যায়, তবে মুকিমের নির্ধারিত মেয়াদ পূরণ করবে। (আবু দাউদ: ১৩৫, মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ১/২২১)

যেসব কারণে মাসেহ ভেঙে যায়
১. যেসব কারণে অজু ভঙ্গ হয় সেসব কারণে মাসেহও ভঙ্গ হয়। (তিরমিজি: ৬৯)
২. মোজা খোলার কারণে মাসেহ ভেঙে যায়। (সুনানুল কুবরা লিল বায়হাকি: ১৪২২)
৩. মোজা যদি পায়ের টাখনুসহ বেশির ভাগ অংশ বের হয়ে যায়, তখনো মাসেহ ভেঙে যাবে। (সুনানুল কুবরা লিল বায়হাকি: ১৪২২, ১৩৯৬)
৪. নির্ধারিত সময় শেষ হওয়ার মাধ্যমে মাসেহ ভেঙে যায়। (বাদায়ে: ১/৪৬)
৫. উভয় মোজার কোনো একটিতে বেশির ভাগ অংশে পানি পৌঁছে গেলে মাসেহ ভেঙে যায়। (সুনানুল কুবরা: ১৩৯৬, মুআত্তা মুহাম্মদ: ২/৫৮৭)