ধর্ম ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম
মায়ের কাপড়ে প্রায়ই কোলের শিশুর প্রস্রাব ইত্যাদি নাপাকি লেগে থাকে। কখনও এমন হয় যে নামাজরত অবস্থায় শিশু জড়িয়ে ধরেছে, যখন তার শরীরে নাপাকি ছিল। এ অবস্থায় নামাজ নষ্ট হবে কি না জানতে চান অনেকে। এর উত্তরে আলেমরা বলেন, এক্ষেত্রে বাচ্চার শরীর বা কাপড়ের নাপাকি যদি আপনার শরীর বা কাপড়ে না লেগে থাকে তাহলে আপনার নামাজ নষ্ট হবে না।
কিন্তু কাপড়ে যদি বাচ্চার নাপাকি লেগে যায় এবং এর পরিমাণ এক দিরহামের (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের) বেশি হয় তা হলে নামাজ ফাসেদ হয়ে যাবে। (খুলাসাতুল ফতোয়া: ১/৭৮; ফতোয়ায়ে তাতারখানিয়া: ২/৩৫২; শরহুল মুনইয়া, পৃ-১৯৬; জামিউ আহকামিস সিগার: ১/৩২; আলবাহরুর রায়েক: ১/২৬৭)
আরও পড়ুন: সন্তানের প্রতি মা-বাবার ১১ দায়িত্ব
শিশুদের প্রস্রাব নিয়ে কিছু মানুষের মধ্যে ভ্রান্তি দেখা যায়। কেউ মনে করে যে, বাচ্চা যতদিন দুধ পান করবে ততদিন তার প্রস্রাব নাপাক নয়। কারণ, যতদিন শুধু দুধ পান করে ততদিন বাচ্চার প্রস্রাব বেশি দুর্গন্ধ হয় না। অথচ হাদিসে এধরনের শিশুর প্রস্রাবও যে নাপাক তার বর্ণনা রয়েছে। মূলত প্রস্রাব দুর্গন্ধময় হোক বা না হোক সর্বাবস্থায় তা নাপাক। সুতরাং দুর্গন্ধ না হলে নাপাক হবে না—এ ধারণা ভুল। (সহিহ বুখারি: ১/৩৫, জামে তিরমিজি: ১/২১)
আরও পড়ুন: গর্ভবতী নারীর দোয়া ও আমল
আবার ছেলে ও মেয়ের প্রস্রাব নিয়ে পার্থক্য করতে দেখা যায় অনেককে। শুধু মেয়ে শিশুর প্রস্রাবই নাকি অপবিত্র। এ পার্থক্য মোটেও ঠিক নয়। ছেলে-মেয়ে উভয়ের প্রস্রাবই নাপাক এবং তা পবিত্র করার নিয়মও একই। (মাআরিফুস সুনান: ১/২৬৮-২৬৯; ইলাউস সুনান: ১/৪০৯; রদ্দুল মুহতার: ১/৩১৮)