images

ইসলাম

অজানা শিরক থেকে মুক্তির দোয়া

ধর্ম ডেস্ক

১৩ নভেম্বর ২০২৩, ০২:৪২ পিএম

images

আল্লাহর কাছে যেকোনো দোয়া ও ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো শিরক থেকে বেঁচে থাকা। আর শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প নেই। বিশেষ করে অজানা শিরকের থাবা থেকে মুক্তি পাওয়া সহজ বিষয় নয়। তাই অজানা ও জানা সবরকম শিরক থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। তেমনই একটি দোয়া প্রিয়নবী (স.) হজরত আবু বকর (রা.)-কে পড়ার উপদেশ দিয়েছেন। 

দোয়াটি হলো—ااَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ اَنْ أشْرِكَ بِكَ وَاَنَا أَعْلَمُ وَاَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন-উশরিকা বিকা, ওয়া আনা আ’লামু; ওয়া আসতাগফিরুকা লিমা লা আ’লামু।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই।’ (সহিহ আল আদাবুল মুফরাদ: ৭২১)

আরও পড়ুন
সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দোয়া
যে ৭ দোয়া জীবন বদলে দেবে
পাহাড়সম ঋণ পরিশোধের দোয়া

মাকিল ইবনে ইয়াসার (রা.) বলেন, আমি আবু বাকর সিদ্দিক (রা.)-এর সাথে নবী (স.)-এর নিকট গেলাম। তিনি বলেন, হে আবু বাকর! নিশ্চয় শিরক পিপীলিকার পদচারণা থেকেও সন্তর্পণে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে। আবু বাকর (রা.) বলেন, কারো আল্লাহর সাথে অপর কিছুকে ইলাহরূপে গণ্য করা ছাড়াও কি শিরক আছে? নবী (স.) বলেন, সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! শিরক পিপীলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব না, তুমি যা বললে শিরকের অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে? তখন তিনি (স.) এই দোয়াটি পড়তে বলেন। (সহিহ আল আদাবুল মুফরাদ: ৭২১)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানা-অজানা সবরকম শিরক থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।