images

রাজনীতি

খালেদা জিয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২২, ১০:২৬ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর জেলহত্যা দিবসের বক্তব্যের প্রসঙ্গে টেনে বিএনপির এই নেতা বলেছেন, সরকার বিএনপি ও জিয়া পরিবারকে রাজনীতি এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করলেও তা জনগণ ব্যর্থ করে দিয়েছে। জেল-জুলুমের ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত ধোবাউড়া উপজেলা বিএনপির কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

জনগণ মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থার জন্য সরকারই দায়ী। সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ইতোমধ্যেই গণঅভ্যুত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে। সরকার গণদাবি উপেক্ষা করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাইলে তাদেরকে গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হবে।

>>আরও পড়ুন: বরিশালে এক দিন আগেই ভরে গেছে বিএনপির সমাবেশস্থল

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম।

এছাড়া সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য শাহ নূরুল কবীর শাহীন, আহমেদ তাইয়্যেবুর রহমান হীরন, অ্যাডভোকেট নুরুল হক, হাফেজ আজিজুল হক, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, জেলা যুবদলের সভাপতি শামসুল হক, মহিলা দলের সভানেত্রী তানজিলা চৌধুরী লিলি, সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু ছাড়াও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসিফ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

এমই/আইএইচ