images

রাজনীতি

দল থেকে বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২২, ০৪:২৯ পিএম

দলীয় পদ থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের একজন কাউন্সিলরও যদি বলেন তাঁকে চান না তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে  এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা রয়েছে। এই কাউন্সিলে নেতৃত্বের কোনো চমক আছে কি না এক সাংবাদিক জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের একজন কাউন্সিলর যখন বলবে আমাকে চায় না, আমি থাকব না। আমি চাই নতুন নেতৃত্ব আসুক।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।’ তবে তাঁর জায়গায় কে আসতে পারেন এমন কোনো ইঙ্গিত দেননি বর্তমান সরকারপ্রধান।

আরও পড়ুন: ২০২৩ হবে মহাসংকটের বছর: প্রধানমন্ত্রী

১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের সভাপতির পদ পান শেখ হাসিনা। তিন বছর পরপর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মধ্য দিয়ে পরিবর্তন আসে নেতৃত্বে। তবে ৪১ বছর ধরে প্রতিটি কাউন্সিলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি রয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

hasina33

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের পরবর্তী সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনেও সভাপতি পদে শেখ হাসিনার কোনো বিকল্প আপাতত দেখছেন না কাউন্সিলররা।

বিএনপির খুঁটিতে জোর নেই

এক প্রশ্নের জবাবে বিএনপির খুঁটিতে জোর নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি তাদের অতীতের কথা ভুলে গেছে। একটা মিলিটারির ডিক্টেটরের পকেট থেকে বের হওয়া একটা দল। আমরা নির্বাচনটাকে জনগণের কাছে নিয়ে গেছি। মানুষ যেন তার ভোটটা দিতে পারে, সেই পরিবেশটা আওয়ামী লীগই সৃষ্টি করেছে। বিএনপির খুটায় যদি জোর থাকত, তাহলে বিদেশিদের কাছে যেত না। তারা বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বেড়ায়, জনগণের কাছে যায় না।’

আরও পড়ুন: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের আদ্যোপান্ত জানালেন প্রধানমন্ত্রী

কিছু গণমাধ্যমের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমাদের কিছু কিছু পত্রিকা আছে, সবসময় নেতিবাচক চিন্তা। এরকম মানুষও আছে। তবে সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। জনগণের যেন কষ্ট না হয় আমি সেদিকে দৃষ্টি দেই।’

শেখ হাসিনা বলেন, ‘এক বিলিয়ন রিজার্ভ, ৪৪ মিলিয়ন খাদ্য ঘাটতি নিয়ে ১৯৯৬ সালে সরকার গঠন করেছিলাম। তবে আমরা যখনই আসি দেশকে এগিয়ে নিয়ে যাই। অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী, এটা আমি নিশ্চিত করতে পারি।’

কারই/জেবি