জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ এএম
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সশস্ত্র হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলার পর আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে এই ঘটনাকে নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও অভিহিত করেছে দলটি।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ঝিনাইগাতীতে আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি। অনুষ্ঠান শুরুর আগেই সাধারণ ভোটার ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ ভরে গেলে প্রতিহিংসাপরায়ণভাবে সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের সমর্থকদের ওপর হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়, হামলায় গুরুতর আহত হয়ে মাওলানা রেজাউল করিম শাহাদাত বরণ করেন। এ ঘটনায় প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ আহত হন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নেওয়ার সময় সন্ত্রাসীরা পথ অবরোধ করে এবং পুলিশ ও র্যাবের সহযোগিতা চাওয়া হলেও নিরাপদে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক ও প্রশ্নবিদ্ধ।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর সাংবিধানিক দায়িত্ব। সেখানে নিরাপত্তা দিতে ব্যর্থতা এবং কার্যকর পদক্ষেপ না নেওয়া প্রশাসনের রহস্যজনক ও নিন্দনীয় ভূমিকারই ইঙ্গিত দেয়। তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে স্পষ্ট জবাব দাবি করেন।
বিবৃতির শেষে মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার, অস্ত্র উদ্ধার, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সব নির্বাচনী কর্মসূচিতে পর্যাপ্ত ও নিরপেক্ষ নিরাপত্তা নিশ্চিত করে সন্ত্রাসমুক্ত পরিবেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই শহীদি রক্ত বৃথা যাবে না—দেশের শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাস, জুলুম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও দৃঢ় অবস্থান নেবে।
টিএই/এএম