জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ছাত্রদলের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী যোদ্ধা। পাটোয়ারীর পরিবারকে নিয়ে প্রতিপক্ষের মধ্যে ভয় কাজ করছে বলেই এই হামলা করা হয়েছে।’
বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রশ্ন ছুঁড়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পাটওয়ারীদের এতো ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?’
তিনি বলেন, ‘যারা একজন এমপি প্রার্থীর প্রতিও সহিষ্ণু হতে পারে না, তারা জনগণের হকের প্রতি কীভাবে ইনসাফ করবে? সেটাই এখন বড় প্রশ্ন।’
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে এনসিপি নেতা বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শত কোটি টাকা বানানো এবং নেতাকর্মীদের রক্তের ওপর দাঁড়িয়ে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের সংসদে পাঠাবেন কি না—এবার সেই সিদ্ধান্ত ভোটারদেরই নিতে হবে।’
পোস্টের শেষাংশে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গুন্ডা-পান্ডার অভিভাবক ও লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দেবেন না। নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হোন।’
টিএই/এমআই