বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আমার ওপর ডিম ছুড়েছে, হামলা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

Nasir
ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের পাশাপাশি হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গেলে সেখানে তিনি এই হামলার শিকার হন। 


বিজ্ঞাপন


জানা গেছে, তিনি সকার থেকে শান্তিনগর এলাকায় তার নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। এসময় হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে গেলে তাকে সেখানে ডিম নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে তার ওপর হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক হলে তিনি দুপুর দেড়টার কিছু আগে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাটোয়ারী। 

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আজকে আমার ওপরে ডিম ছুঁড়েছে। অ্যাটাক করেছে। আমরা আশা করব যে, এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। হারার ভয়ে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা।’ 

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাসের উদ্দেশ্যে বলেন, ‘মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। হাবিবুল্লাহ কলেজ মাঠে যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে- জনগণকে বলবো, ১২ তারিখে হ্যাঁ ভোটে রায় দিন। শাপলা কলিতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে গণজোয়ার করে নতুন নামে বাংলাদেশ গঠন করুন।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘হাবিবুল্লাহ কলেজে দলীয় গুন্ডাদের কলেজ থেকে বের করে দেওয়ার জন্য প্রশাসনকে বলব। সারা বাংলাদেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের যেসব গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবেই। আমি জনগণের কাছে বিচার রাখলাম। আমি কিচ্ছু বলব না। আমি বাংলাদেশের মানুষের সামনে বিচার রাখলাম। জনগণের সামনে বিচার রাখলাম। আপনাদের কাছে রিকুয়েস্ট। 

এ দিন দুপুর ২টায় ডিম নিক্ষেপের প্রতিবাদে ফকিরাপুলে থাকা দলটির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও বিকেল চারটায় বিক্ষোভ মিছিলের ডাক দেন নাসির উদ্দিন পাটোয়ারী। 

এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর