images

রাজনীতি

জাহাঙ্গীরের অব্যাহতি আদেশ প্রত্যাহার করল কৃষকদল

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম

বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা শাখা কৃষকদল সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেয় কৃষকদলের কেন্দ্রীয় সংসদ।

কৃষকদল জানায়, ‘ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল- বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।’

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে বলে কৃষক দলের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএম