রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

তিন জেলায় কৃষক দলে নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

তিন জেলায় কৃষক দলে নতুন নেতৃত্ব

দেশের তিন জেলায় জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কৃষক দলের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী যশোর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এরমধ্যে যশোর জেলায় উপাধ্যক্ষ মকবুল হোসেনকে আহ্বায়ক এবং শিকদার সালাহ উদ্দিনকে সদস্যসচিব করে জেলা শাখা কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জ জেলায় ডা. শাহীন মিয়াকে আহ্বায়ক এবং মো. কায়সার রিফাতকে সদস্যসচিব করে নারায়ণগঞ্জ জেলা শাখার কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলায় কৃষক দলের আহ্বায়কের পদ পেয়েছেন মহসিন চৌধুরী রানা। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মীর জাকের আহমদ, যুগ্ম আহবায়ক সালা উদ্দিন সুমন, সফিউল করিম শফি, নজরুল ইসলাম এবং আব্দুর রশিদ দৌলতীকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নবগঠিত এসব কমিটির অনুমোদন দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এমই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর