নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
দেশে ফেরার পর নানা শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে মতবিনিয় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই ধারাবাহিকতায় এবার তিনি মতবিনিময় করেছেন রিকশা, ভ্যান ও অটোচালক নেতাদের সঙ্গে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেইজ এবং বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজেও মতবিনিময় সভার ছবি ও ভিডিও ফুটেজ শেয়ার করা হয়।
ভিডিওতে দেখা যায়, তারেক রহমান রিকশা ও ভ্যান চালক নেতৃবৃন্দের সবার সঙ্গে হ্যান্ডশেক করেন এবং কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে রিকশা ও ভ্যান চালকদের পক্ষ থেকে তারেক রহমানকে উপহারও দেওয়া হয়।
জেবি