বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মা হারানো তারেক রহমানের মাথায় মাতৃস্নেহের হাত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম

শেয়ার করুন:

tareque
মা হারানো তারেক রহমানের মাথায় মাতৃস্নেহের হাত। ছবি: ঢাকা মেইল

মাত্র কয়েকদিন আগে ১৭ বছরের নির্বাসিত জীবন পেছনে ফেলে দেশে ফিরেছেন তারেক রহমান। দেশে আসার পাঁচদিনের মাথায় মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরদিনের জন্য হারান তিনি। মা হারানো শোকাহত সন্তানকে সান্ত্বনা দিতে প্রতিনিয়ত নানা শ্রেণি পেশার মানুষ আসছেন তাকে সমবেদনা জানাতে। সোমবার সমবেদনা জানাতে আসা একজন বয়স্ক নারীর সমবেদনা জানানোর দৃশ্য উপস্থিত সবার নজর কেড়েছে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে তারেক রহমানকে পরম মমতায় মাতৃস্নেহে মাথায় হাত বুলিয়ে দেন সেই নারী। তিনি বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম। অত্যন্ত হাসিমুখে মাতৃস্নেহ নিয়ে বাসায় ফেরেন তারেক রহমান। এসময় পাশে থাকা বিএনপির অন্যান্য নেতা, সালাম তালুকদারের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে।


বিজ্ঞাপন


এমন বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন দৈনিক দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদার। বিএনপির অনেক নেতাকর্মী এমন মনোমুগ্ধকর দৃশ্য ফেসবুকে শেয়ার করছেন।

পোস্টে বাবুল তালুকদার গুলশান কার্যালয়ের এমন ব্যতিক্রমী ঘটনার ছোট্ট বর্ণনা দিয়ে লিখেছেন, ‘সালাম তালুকদারের স্ত্রী তারেক রহমানকে বলেন, বাবা, আমি তোমাকে দোয়া করতে এসেছি, কিন্তু আমি তোমাকে কীভাবে ডাকবো?’

জবাবে তারেক রহমান বললেন, ‘আপনি যেভাবে ডাকতে চান।’


বিজ্ঞাপন


608727006_1167099928826290_1328435544193880059_n

পরে প্রয়াত মহাসচিবের স্ত্রী বলেন, ‘তাহলে বাবা আমি তোমাকে আমি তুমি করেই বলছি।’ তারেক রহমান বললেন, ‘জি, আপনি বলেন।’

সালাম তালুকদার স্ত্রী তখন বলেন, ‘বাবা আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে চাই।’ এমন আগ্রহের কথা শুনে তারেক রহমান বলেন, ‘নিশ্চয়ই!’

তারপর পরম মমতায় মা হারানো শোকাহত ছেলের মাথায় মাতৃস্নেহে হাত বুলিয়ে দিলেন মাহমুদা সালাম।

বাবুল তালুকদার জানান, সোমবার বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী মিসেস মাহমুদা সালাম গুলশান কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. শামসুজ্জামান মেহেদী, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী, জামাতা এম হাসান উপস্থিত ছিলেন।

বিইউ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর