জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ থেকেও লড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে (ঢাকা-১৭) কাঁঠাল প্রতীকে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপির ডা. মতিন অংশ) কামরুল হাসান নাসিম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন নাসিম নিজেই।
ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।
শুরুতে এই আসনে বিএনপির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রার্থী হবেন বলে জোর গুঞ্জন ওঠে। তবে শেষ মুহূর্তে তারেক রহমান প্রার্থী হন। অন্যদিকে পার্থ তার নিজ এলাকা ভোলা-১ আসনে প্রার্থী হয়েছেন।
নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় বাংলাদেশ জাতীয় পার্টি ২৮ নম্বর ক্রমিকে আছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম সিরাজুল ইসলাম ও মহাসচিব জাফর আহমেদ জয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির হাল ধরতে হবে তারেক রহমানকে। সে কারণে তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বেশ আগে থেকেই জনসংযোগ করছেন। এবার নতুন প্রার্থী হিসেবে নাম এলো কামরুল হাসান নাসিমের।
আরও পড়ুন: যে কারণে ঢাকা-১৭ ছেড়ে ভোলায় গেলেন পার্থ
জানা গেছে, এ পর্যন্ত ঢাকা-১৭ আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৪ জন মনোনয়মপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১৭ জন।
বিএনপি ও জামায়াতের প্রার্থীদের বাইরে উল্লেখযোগ্য হিসেবে আছেন- জাতীয় পার্টি (আনিসুল-মঞ্জু) নেতৃত্বাধীন জোটের জহির রায়হানের ছেলে তপু রায়হান, কামরুল হাসান নাসিম ও আরও ১৩ জন। তবে তারা খুব একটা পরিচিত নন রাজনৈতিক অঙ্গনে।
তবে কামরুল হাসান নাসিম রাজনীতিতে নানা কারণে আলোচনায় এসেছেন বারবার। তিনি ‘গড়বো বাংলাদেশ’ নামে একটি সংগঠনের স্থপতি ও মুখপাত্র ছিলেন। তিনি বিএনপি পুনর্গঠন চেয়ে ‘আসল বিএনপি’ নামে প্লাটফর্ম করে ২০১৫ সালে আলোচনায় আসেন। নানা সময়ে এই ব্যানারে কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের তীব্র বিরোধীতার মুখেও পড়েন।
এমন অবস্থায় তারেক রহমানের বিপরীতে ঢাকা-১৭ আসনে নাসিমের প্রার্থী হওয়ার খবরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে। কারণ বেশ কয়েক বছর নীরব থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।
প্রার্থী হওয়ার বিষয়ে নাসিম বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর কারণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি ইচ্ছাকৃতভাবে সামনে আনা হয়নি। কারণ তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তবে ঢাকা-১৭ আসন আমার পরিচিত জায়গা। এখানকার বাসিন্দাদের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আশা করি নির্বাচনে ভালো করতে সক্ষম হবো। সে কারণেই প্রার্থী হয়েছি।’
ঢাকা-১৭ আসনে আরেকজন পরিচিত মুখ ছিলেন তাজনূভা জাবীন। জুলাই বিপ্লবীদের গঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ভাঙনের খবরের শুরুর দিকে দলটি থেকে পদত্যাগ করেন তিনি। লড়ছেন না নির্বাচনেও।
বিইউ/এএইচ