images

রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার সমবেদনা, বসছে বিশেষ বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোন করে সমবেদনা জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন।

সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সংক্রান্ত বিষয়ে কর্মসূচি ঠিক করতে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠকও ডাকা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই তথ্য জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসনের মারা যাওয়ার পরপরই প্রধান উপদেষ্টা টেলিফোনে খোঁজ নিয়েছেন। উপদেষ্টা পরিষদের সকাল দশটায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। তার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়ে সরকার যেসব কর্মসূচি নেবে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে। দলের পক্ষ থেকেও আপাতত কর্মসূচি নেওয়া হয়েছে। বেলা ১২টায় স্থায়ী কমিটির বৈঠক হবে। সেখানে বাকি সিদ্ধান্ত হবে। সরকারের এবং দলের কর্মসূচি সমন্বয় করে আপনাদের জানানো হবে।’

এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমান এবং বেগম জিয়ার ছোট ভাইসহ অনেক আত্মীয়-স্বজন হাসপাতালে যান তাকে দেখতে। তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত ২টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে ছিলেন বলে জানান ডা. জাহিদ।

নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে এক মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন থেকে পৃথিবীর যাত্রা শেষ করলেন।

বিইউ/এমআই