images

রাজনীতি

২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। এরপর ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবেন।

এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।

picture

বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।

আরও পড়ুন:

প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখনো ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দিতে বিশাল সমাবেশের আয়োজন করবে বিএনপি। ইতোমধ্যে প্রত্যাবর্তনকে ঘিরে দল থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে চায় বিএনপি। 

জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটেই দেশে আসবেন তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই ফ্লাইটটি নামবে বাংলাদেশ সময় বেলা ১১টা ৫৫ মিনিটে।

এমএইচএইচ/এআর