যুক্তরাজ্যের লন্ডনে ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিতে বিশাল সমাবেশের আয়োজন করবে বিএনপি। এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে দলটি।
এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বরাবর অনুমতিপত্র প্রদান করে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন চিঠিটি পৌঁছে দেন।
চিঠিটি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) সাত্তার পাটোয়ারী।
/এএস

