নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
সাম্প্রতিক সহিংসতার পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা মিলনায়তনে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’: যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো সম্পূর্ণভাবে পরিকল্পিত, এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক চক্রান্ত রয়েছে। জুলাই আন্দোলন ও তার পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ছিল, দেশ এখন সেই পথে এগোচ্ছে না, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব ও সম্পাদক পরিষদ।
নাহিদ ইসলাম বলেন, ‘যে ব্যক্তিরা প্রথম আলো ডেইলি স্টারসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান, শহীদদের নাম এবং আন্দোলনের ভাষাকে ব্যবহার করেছে। এর মাধ্যমে সহিংসতার পক্ষে সামাজিক সমর্থন তৈরির চেষ্টা করা হয়েছে।’
তিনি বলেন, ‘কয়েক হাজার মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, যা প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল।’
শহীদ শরীফ ওসমান হাদির ঘটনাটি দুর্ঘটনা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর দেশে কী ধরনের পরিস্থিতি তৈরি করা হবে, সে বিষয়ে আগেই একটি চক্রান্তমূলক পরিকল্পনা ছিল বলে ঘটনাপ্রবাহে তা স্পষ্ট হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের নাম বা শরীফ হাদির নাম ব্যবহার করে যেভাবে সহিংসতা সংঘটিত হয়েছে, তার দায় সবার রয়েছে। তবে যারা প্রথম দিকে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের দায় আরও বেশি।’
সহিংসতার বর্ণনায় মব ভায়োলেন্স শব্দ ব্যবহারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘শুরুতে তারা এই শব্দের বিরোধিতা করেছিলেন। তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া পক্ষগুলো জুলাই গণঅভ্যুত্থানকে মবোক্রেসি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল, যা তারা প্রত্যাখ্যান করেছিলেন। তাদের মতে, জুলাই ছিল গণঅভ্যুত্থান ও বিপ্লব।’
তিনি বলেন, ‘বিপ্লব পরবর্তী সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা ছিল এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে এখন পরিকল্পিত অপরাধ সংঘটিত হচ্ছে। বর্তমান পরিস্থিতির লক্ষ্য দেশের রাজনীতি ও নির্বাচনকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা।’
এএইচ/এমআই