সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দ্বিতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম

শেয়ার করুন:

দ্বিতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির লোগো। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, খুব শিগগির এই তালিকা প্রকাশ করা হবে। তবে দ্বিতীয় ধাপে কতটি আসনে প্রার্থী ঘোষণা করা হবে-সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আগামীকাল (২৩ ডিসেম্বর) মঙ্গলবার নতুন করে বেশ কয়েকটি আসনে মনোনয়ন ঘোষণা আসতে পারে। গত ৭ ডিসেম্বর এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট আত্মপ্রকাশ করার পর আসন সমঝোতার ভিত্তিতেই মনোনয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে দলটি। প্রথম ধাপে যেসব আসনে প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি, সেগুলোতেই এবার মনোনয়ন ঘোষণার সম্ভাবনা বেশি।


বিজ্ঞাপন


রোববার (২১ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক বলেন, ‘মনোনয়ন তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দু-এক দিনের মধ্যেই দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কতটি আসনের প্রার্থী তালিকায় থাকবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।’ 

এর আগে গত ১০ ডিসেম্বর প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি।

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর