নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর গুলশানে নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় এই নতুন কার্যালয় উদ্বোধন করা হবে।
এ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে দলটি। তবে ওই সংবাদ সম্মেলনে কারা কারা উপস্থিত থাকবেন তা নির্দিষ্ট করে জানা যায়নি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যে অফিসে সংবাদ সম্মেলন করা হবে সেটা নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে।
>> আরও পড়তে পারেন
বুদ্ধিজীবী হত্যা স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীল নকশা: ফখরুল
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান-২ এর ১০/সি রোডের ৯০ বাড়িটি বিএনপির নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে।
/এএস