images

রাজনীতি

দলে যোগ দিয়েই পেলেন ধানের শীষ, প্রতিক্রিয়ায় যা বললেন সেলিম

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপির) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন। বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমদু চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন সেলিম। 
 
সেলিম বলেন, ছাত্রদল দিয়ে আমার রাজনীতি শুরু হয়েছে। পরে চট্রগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। কোনো কারণে হয়ত আমার বিএনপি ছাড়তে হয়েছে। আমি সব সময় হৃদয়ে বিএনপিকে ধারণ করতাম। ২০১২ সালের পর থেকে আমি প্রত্যক্ষভাবে বিএনপির সঙ্গে থেকে রাজনীতি করেছি। 

 

 

বিএলডিপির যেসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে তাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানান সেলিম।
 
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যুগপথভাবে রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, তার মধ্যে বিএলডিপি অন্যতম। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটিয়েছি। 
 
আগামী নির্বাচনে শাহাদাত সেলিমকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, এই মনোনয়ন তিনি অর্জন করেছেন। সুতরাং আমাদের সবাইকে ধানের শীষের পক্ষ থেকে তাকে নির্বাচনে জয়ী করে আনতে হবে।  
 
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন বিএনপির সঙ্গে যুগপৎ থেকে। তিনি ১২ দলীয় জোট থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
 
এ্যানী বলেন, সেলিম আজকে বিএনপিতে যোগদান করেছেন। লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
 
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘এক সময় শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে ছিল। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি ছাত্রদলও করেছেন।
 
বিইউ/ক.ম