মহান আল্লাহকে কটূক্তিকারী বাউলের পক্ষে কথা বলায় কিছুদিন আগেই দেন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কটের ঘোষণা। কদিন না যেতে এবার বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন জুলাই বিপ্লবে হাত হারানো যুবক আতিকুল গাজী।
রোববার (৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন এই জুলাই যোদ্ধা। তার দাবি, তিনি ছোটবেলা থেকে বিএনপিকে পছন্দ করেন। ফলে দলটির পাশে থাকার কথাও জানিয়েছেন আতিক।
বিজ্ঞাপন
তার দাবি, ‘২০১৯-২০ সাল থেকে বিএনপিকে আমার পছন্দ। শেখ মুজিবের রাজনীতির ইতিহাস শুনেছি, খুনি হাসিনার রাজনীতি নিজের চোখে দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির ইতিহাস শুনেছি, দেশের খারাপ সময়ে দেশের হাল ধরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির ইতিহাস শুনেছি।’
আতিক বলেন, ‘সবকিছু জেনে আমার কাছে মনে হয়েছে, বিএনপির রাজনীতি উত্তম। তাই ছোটবেলা থেকেই বিএনপিকে আমার পছন্দ।’
৫ আগস্টের পর বিএনপির রাজনীতি কিছুটা ভিন্ন ছিল জানিয়ে এই জুলাই যোদ্ধা বলেন, ‘সে জন্য লোকসমাজে মুখ ফুটে বিএনপিকে পছন্দের কথা বলা হয়নি। এনসিপি এবং জামায়াতের রাজনীতি ভিন্ন হবে বলেই ভেবেছিলাম। কিন্তু ধীরে ধীরে তারা সেই পথকে অনুসরণ করছে, যেই পথে ৫ আগস্টের পর হেটেছিল বিএনপি।’
তবে গত দুই মাস ধরে বিএনপি তাদের আগের পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে মনে করেন আতিক। তিনি বলেন, ‘যেই পথ দেখিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, বিএনপি এখন সেই পথে চলার চেষ্টা করছে।’
বিজ্ঞাপন
আতিক গাজী আরও বলেন, ‘আমার মনে হয়েছে, ছোটবেলার পছন্দের দল বিএনপির পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজার করে দিতে পারলে ভালো লাগবে।’
এর আগে গত ২৬ নভেম্বর এক ভিডিও বার্তায় এনসিপিকে বয়কটের ঘোষণা দেন আতিক গাজী। বাউল ইস্যুতে এনসিপির একটি বিবৃতির পর এমন ঘোষণা দেন তিনি।
ভিডিও বার্তায় আতিক বলেন, ‘আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে–পেচিয়ে মিথ্যাগুলোকে আড়াল করার চেষ্টা করছে।’
তিনি অভিযোগ করেন, ‘এনসিপি ‘মত প্রকাশের স্বাধীনতা’র কথা বললেও বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করায় তারা অবস্থান স্পষ্ট করেনি।’
তার সাফ কথা, ‘মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, তাই বলে আল্লাহ তায়ালা বা তাঁর রাসূল (সা.) সম্পর্কে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আমি এটি মেনে নিতে পারি না।’
এএইচ

