images

রাজনীতি

রাউজানে রক্তাক্ত সহিংসতা: যাকে সরেজমিন তদন্তের দায়িত্ব দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

চট্টগ্রামের রাউজানে বিএনপিতে হানাহানি ও রক্তাক্ত সহিংসতার ঘটনা দলীয়ভাবে সরেজমিনে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলালকে।

আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পে রক্ষা

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে, যেটি বিকেল ৫টার দিকে দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করা হয়েছে।

BNP2
আজীজুল বারী হেলাল বরাবর লেখা কেন্দ্রীয় বিএনপির চিঠিটি।

আজীজুল বারী হেলাল বরাবর পাঠানো ওই চিঠিতে লেখা হয়েছে, ‘জনাব, শুভেচ্ছা রইল। কয়েক মাস যাবৎ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অধীন রাউজান উপজেলা বিএনপিতে অপ্রীতিকর ঘটনা, হানাহানি ও রক্তাক্ত সহিংসতার বিষয়ে সরেজমিনে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি।’

আরও পড়ুন: বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত

এর আগে গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাউজানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে লক্ষ্য করে গুলি করে দলীয় কর্মীরা। গলা সরিয়ে নেওয়ায় তিনি রক্ষা পেয়ে যান। গুলির আছড়ে তার গলায় ক্ষত হয়ে রক্ত ঝরে। 

222
বামে পদ স্থগিত হওয়া রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারহাট এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন আকবর খোন্দকার। এ ঘটনায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হয়।

জানা যায়, রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারহাট এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা আকবর খোন্দকারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দুই নেতার অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবদল কর্মীর

ওই ঘটনার জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সেইসঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়। এবার দেওয়া হলো তদন্তের নির্দেশ।

এছাড়া গত ১৫ মার্চ রাতে রাউজানের হলুদিয়া ইউনিয়নের আমির হাটবাজার এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত ও কয়েকজন আহত হয়। সবমিলিয়ে টালমাটাল অবস্থা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে।

এএইচ