নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তার নিয়োগকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন জুলাই আন্দোলনের অন্যতম এই শীর্ষ নেতা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একজন স্বাস্থ্যমন্ত্রী আছে, চেনেন ওনাকে? উনি ড. মুহাম্মদ ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সব সময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই।’
এনসিপির এই নেতা বলেন, ‘এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বাস্থ্যব্যবস্থা আগের মতো, আইনশৃঙ্খলাব্যবস্থাও আগের মতো।’
আরও পড়ুন
জাতীয় নির্বাচন চান হাসনাত আবদুল্লাহও, তবে...
জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ‘উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ড. মুহম্মদ ইউনূসের কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। আমরা বললে বিড়াল বেজার হয়। উনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনার আমাদের সাথে যোগাযোগ করে না।’
হাসনাত বলেন, ‘জনগণ উনাকে যে বেতন দিয়েছে, সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে এই স্বাস্থ্য উপদেষ্টার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত।’
এ সময় হাসনাত বলেন, ‘দিনশেষে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনারা দেখেছেন, গতকাল আওয়ামী লীগ লাশের ওপর রাজনীতি করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের অধ্যায় শেষ। তারা যদি আবার ফিরে আসতে চায়, তবে এই শোককে শক্তিতে পরিণত করে তাদের ভবিষ্যতের পথ রুদ্ধ করে দেওয়া হবে।’
জেবি