রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয় নির্বাচন চান হাসনাত আবদুল্লাহও, তবে...

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

Hasnat
ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা শেষে বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ।

হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে দেশের পটপরিবর্তনের পর অধিকাংশ রাজনৈতিক দলেরই এখন মূল চাওয়া একটি স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। জুলাই বিপ্লবী হাসনাত আবদুল্লাহও নির্বাচন চান, তবে এ ক্ষেত্রে রেখেছেন শর্ত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, ‘আমাদেরও মূল লক্ষ্য নির্বাচন। তবে তার আগে হতে হবে জুলাই গণহত্যার বিচার ও দেশের মৌলিক সংস্কার।’ এ দুটির মধ্য দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে মনে করেন তিনি।  


বিজ্ঞাপন


শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের এই মতামত তুলে ধরেন হাসনাত।

Hasnat2

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত। তবে সেটি বিচার ও সংস্কারের মধ্য দিয়ে হতে হবে।’

এসময় এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


নাহিদ তার বক্তব্যে অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বিলুপ্ত হয়নি। আগের সিস্টেম রয়ে গেছে।’ তিনি বলেন, ‘সেই সিস্টেমের বিলুপ্ত করে নতুন দেশ গঠনের জন্যই আমাদের এই নতুন পার্টি (এনসিপি) এবং কর্মসূচি।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর