images

রাজনীতি

‘কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে ৪ ঘণ্টা টিকে ছিলাম’

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ জুলাই ২০২৫, ০৮:৩৫ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।

বুধবার (১৬ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে আমরা ৪টা ঘণ্টা টিকে ছিলাম। সেটা আপনাদের চোখে পড়ল না, এটা সত্যিই দুঃখজনক।’

Gop2

ফেসবুক পোস্টে তুহিন দাবি করেন, হামলার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে। বাহিরে গুলি ও ককটেল হামলার মধ্যে সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতাদের ‘এপিসি’ বা সাঁজোয়া যান দিয়ে সরিয়ে নেওয়া হবে। কিন্তু এনসিপি নেতারা সম্মিলিতভাবে একসঙ্গে সাধারণ গাড়িতে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন।

তুহিন লিখেছেন, ‘এই নিয়ে নিচেও অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমি ও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এপিসিতে তুলে দেই। সেখান থেকে আবারও নাহিদ ও হাসনাত নেমে যায়। সুঠাম দেহের হাসনাতকে ও নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করেই এপিসিতে উঠাই।’

Gop4_

বহর বের হওয়ার সময় হামলাকারীরা গুলি, ককটেল ও ইটপাটকেল ছোড়ে বলে দাবি করেন তিনি। এতে পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ির জানালার কাচ ভেঙে যায়, অনেকে আহত হন বলেও উল্লেখ করেছেন তুহিন।

তার ভাষ্যমতে, ‘আমাদের বহরের একটা গাড়িতে গুলি লাগে এবং চাক্কা পাঞ্চার হয়ে যায়। দুইটা গাড়ি ঝাঁঝরা হয়ে যায়। প্রশাসনের ব্যাকআপ নিয়ে আর কিছু বললাম না। তারা মনে হয় শুরুতে চাইছিল হাসনাতরা মরে যাক।’

Gop6

তুহিন আরও লেখেন, ‘অনেকেই দেখছি হাসিনার হামলাকে ছাপিয়ে এই এপিসিতে ওঠাকে গুরুত্ব দিচ্ছেন। আমাদের নেতাদের কাছে যেমন আমাদের জীবন গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও তাদের জীবন আমাদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ।’

টিএই/এমএইচটি