images

রাজনীতি / সারাদেশ

বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি

০৭ জুলাই ২০২৫, ০৮:৫৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। গণঅভ্যুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক জেলা আমাদের সমর্থন দিয়েছিলেন, ছাত্র তরুণরা নেমেছিল, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

thumbnail_1000127128

নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের কি কি বিচার প্রয়োজন, এই যে গণহত্যা হয়েছে, আপনার সন্তানদের হত্যা ও গুম করা হয়েছে, বাংলাদেশে আয়নাঘর তৈরি করা হয়েছে, সেই সব কিছুর বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব?  আমাদেরকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে, বিচারের রোড ম্যাপ দিতে হবে। আমরা কীভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াব,  কীভাবে যেসব যোদ্ধা গুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াব। অবশ্যই অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার।

তিনি আরও বলেন, আমরা পুরাতন রাষ্ট্রের পুরাতন দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমে নতুন দেশ লাগবে এবং সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনও স্বৈরাচার হতে পারে না। আপনার মানবাধিকার রক্ষা করা হবে, ভোটার অধিকার রক্ষা করা হবে, আপনার মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে, এ রকম সংস্কার আমাদের প্রয়োজন।

আরও পড়ুন

দেশ গঠনে কোনো আপস করব না: নাহিদ ইসলাম

সোমবার (৭ জুলাই) সন্ধ্যার আগে সিরাজগঞ্জে শহরের মুক্তির সোপান চত্বরে এনসিপির পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

thumbnail_1000127131

এসময় উপস্থিত ছিলেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার প্রমুখ।

জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারও, লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিলেন,তাঁরা ঘরে ফিরে গেছেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা সিরাজগঞ্জ থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে-প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র, জনতা, তরুণদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাব।

প্রতিনিধি/এসএস