সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশ গঠনে কোনো আপস করব না: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

দেশ গঠনে কোনো আপোষ করব না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ গঠনের এ যাত্রায় আমরা আপস করব না। আপনাদের অধিকারের জন্য আমরা সর্বদা রাজপথে থাকব।

সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে পদযাত্রায় দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে সবাই মিলে এক হয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নিলে পরিণতি ভালো হবে না। ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না; দেশ সংস্কারের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আপনারা আস্থা রাখুন, যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপস করিনি। দেশ গঠনের এ যাত্রাতেও আমরা আপস করব না। আপনাদের অধিকারের জন্য আমরা সর্বদা রাজপথে থাকব। আমরা বিশ্বাস করি, যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ছিলাম। সেই একইভাবে আমরা দেশ গঠন করব।

thumbnail_IMG_20250707_153123

শহীদের নিয়ে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানে আমার ভাই-বোন শহীদ হয়েছে। তাদের শহীদী মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের সংবিধানে স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যে সমস্ত মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে।


বিজ্ঞাপন


এনসিপি নেতা নাহিদ বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদদের সঙ্গে কোনো আপস করিনি; দেশ গঠনে আমরা কারও সঙ্গে আপস করব না। নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন। সেজন্য আমরা কোনো ধরনের টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না।

আরও পড়ুন

সীমান্তে বিএসএফের আগ্রাসন মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

নাটোরকে নিয়ে নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাস নাটোর থেকে মুক্ত করবেন। গণঅভ্যুত্থানে নাটোরের ছাত্র-জনতা শিক্ষক সমাজ রাজপথে নেমে সবাই ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে সরিয়েছিলেন। আমরা এত উন্নয়নের গল্প শুনেছি, নাটোরে এসে দেখি কিছু নেই। কোনো বিশ্ববিদ্যালয় নেই, কলেজ নেই, গ্যাস নেই নাটোরে।

এসময় উপস্থিত ছিলেন- উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর