images

রাজনীতি

৭১ টিভির প্রশংসা: বিতর্কের মুখে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা মেইল ডেস্ক

২৮ জুন ২০২৫, ০৯:০৮ পিএম

‘জুলাই বিপ্লবে ৭১ টিভির ইতিবাচক ভূমিকা ছিল’ জাতীয় তার বক্তব্য নিয়ে চরম বিতর্কের পর অবশেষে ক্ষমা চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শনিবার (২৮ জুন) রাত সোয়া ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
     
ওই পোস্টে ‘ক্ষমা প্রার্থনা’ শিরোনামে পাটওয়ারী লিখেছেন, ‘৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে— যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’

তিনি আরও লিখেছেন, ‘যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

আরও পড়ুন: হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল পুরস্কার পেত? প্রশ্ন হাসনাতের

এর আগে সম্প্রতি ৭১ টিভিতে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি চ্যানেলটি নিয়ে কিছু ইতিবাচক কথা বলেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং এ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। 

22
নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া পোস্ট। 

ভাইরাল হওয়া ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায়, ‘গণঅভ্যুত্থানের সময় ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক আমাদের সাথে একীভূত হয়েছিলেন এবং একটি নতুন বাংলাদেশ গঠনে দৃঢ় প্রত্যয় জানিয়েছিলেন।’

ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ৭১ টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাপ্রকাশ করেন এই এনসিপি নেতা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনা শুরু হলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দেন এনসিপির আরেক নেতা ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

শনিবার (২৮ জুন) বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাহসিকতার পুরস্কার পেতেন?’

যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি হাসনাত, তবে নেটগেরিকদের ধারণা, সহযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইঙ্গিত করেই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন তিনি। হাসনাতের সেই ইঙ্গিত বুঝতে পেরেই কি ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী?

এএইচ