images

রাজনীতি

জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিনিধি দলের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ জুন ২০২৫, ০২:১৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিনিধি দল।

সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তিন সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন—আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘নো পিস উইদাউট জাস্টিস’-এর সেক্রেটারি জেনারেল নিকোলো ফিগা তালামাঙ্কা, ইন্টারন্যাশনাল লইয়ার অ্যান্ড অ্যাকাউন্টাবিলিটি এক্সপার্ট পাসকাল টারলান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এক্সপার্ট ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক পরিচালক আব্বাস ফয়েজ।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং ইউরোপ অঞ্চলের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

আরও পড়ুন

জামায়াতের প্রতীকসহ নিবন্ধন দিতে সময় লাগবে: ইসি

দীর্ঘ এ বৈঠকে প্রতিনিধি দলটি জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো, কার্যক্রম এবং তৃণমূল পর্যায় পর্যন্ত দলের উপস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চায়। একই সঙ্গে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার কথাও তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে জানায় জামায়াত।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এরপর তারা দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে অংশ নেওয়া মানবাধিকার প্রতিনিধি দল জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ও মানবাধিকার বিষয়ে দলের অবস্থানের প্রশংসা করে বলে জানা গেছে। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জামায়াতে ইসলামীর ভূমিকা ভবিষ্যতেও আরও কার্যকর হবে।

টিএই/জেবি