images

রাজনীতি

বৈঠক শেষে হাসিমুখে বের হয়ে হোটেল ছাড়লেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ জুন ২০২৫, ০৪:২৬ পিএম

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। 

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে ডরচেস্টার হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে।

এসময় হোটেলের বাইরে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানা স্লোগানে মুখরিত করে তোলেন। হোটেল থেকে বের হয়ে গাড়িতে ওঠার হাতে তারেক রহমানও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেন।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়। আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হওয়ার আগে দুই শীর্ষ ব্যক্তিত্ব নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।

বিইউ/এএস