শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শারীরিক অবস্থা জানতে চাইলেন তারেক রহমান, যা বললেন ড. ইউনূস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

Tarek
প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের একটি মুহূর্ত। ছবি- সংগৃহীত

লন্ডনের হোটেল ডরচেস্টারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয়েছে। ঐতিহাসিক এই বৈঠক নিয়ে কৌতুহলের শেষ নেই দেশের ভেতরে-বাইরে থাকা বাংলাদেশিদের। 

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় এ বৈঠক শুরু হয়। তবে আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হওয়ার আগে দুই শীর্ষ ব্যক্তিত্ব নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।


বিজ্ঞাপন


এক পর্যায়ে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে জানতে চান আপনার শরীর কেমন? জবাবে তিনি বলেন, ‘এই তো চলছে টেনেটুনে!’

হোটেলটির যে রুমে তাদের বৈঠক হচ্ছে, সেখানে প্রবেশের আগে বেশ কিছু সময় হেঁটে যেতে দেখা যায় তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামসহ অন্যদের।

এক পর্যায়ে রুমের সামনে যেতে দেখা যায় প্রধান উপদেষ্টা নিজেই তারেক রহমানকে রুমে নিয়ে যাচ্ছেন। সেখানে দুজন নিজেদের মধ্যে হাসিমুখে সালাম বিনিময় করেন।

পরে রুমে ঢোকার পর তারেক রহমান অন্যদের সঙ্গে প্রধান উপদেষ্টাকে পরিচয় করিয়ে দেন। আমির খসরু মাহমুদ চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তারেক রহমান, ‘আমির খসরু সাহেবকে তো নিশ্চয়ই চেনেন।’ জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘হ্যা, অবশ্যই চিনি।’


বিজ্ঞাপন


এরপর মা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম পৌঁছে দেন তারেক রহমান। জবাবে ড. ইউনূস বলেন, ‘আপনার আম্মাকেও আমার সালাম দিবেন।’

পরে দুজন লন্ডনের আবহাওয়া নিয়ে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের এখানকার আবহাওয়াটা চমৎকার। তারেক রহমানও তার কথায় সায় দেন। এরপর ফটোসেশন শেষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয় তাদের মধ্যে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টায় ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যকার বৈঠক শুরু হয়েছে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান। তাকে সেখানে স্বাগত জানান অন্তর্র্বতী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর