নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ এএম
দেশের ১০টি জেলা ও একটি মহানগরে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শাখাগুলো হলো- গাইবান্ধা, নড়াইল, সাতক্ষীরা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সুনামগঞ্জ, রাজবাড়ী, কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেন।
গাইবান্ধা জেলা: আহ্বায়ক মো. শাহ জালাল সরকার খোকন, সদস্য সচিব মো. মাহমুদুল হক মামুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়েব হাক্কানী।
নড়াইল জেলা: আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, সদস্য সচিব মো. আরিফুজ্জামান মিলন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান সোহাগ।
সাতক্ষীরা জেলা: আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম।
নাটোর জেলা: আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা।
নওগাঁ জেলা: আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা: আহ্বায়ক মো. জামিউল হক সোহেল ও সদস্য সচিব বাবর আলী রুমন।
যশোর জেলা: আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব মো. রাজিদুর রহমান সাগর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা।
সুনামগঞ্জ জেলা: আহ্বায়ক মোনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন।
রাজবাড়ী জেলা: আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জান্নাতুল।
কুমিল্লা দক্ষিণ জেলা: আহ্বায়ক সৈয়দ মেরাজ, সদস্য সচিব আনোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক।
কুমিল্লা মহানগর: আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, সদস্য সচিব এ কে এম সাহেদ পান্না ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মহরম।
এমই/জেবি