রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রংপুরে ব্যালটে বিএনপির নেতা নির্বাচন

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

দীর্ঘ ১৬ বছর পর রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে বিএনপির কমিটি গোপন ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে। আর এই ভোটগ্রহণকে কেন্দ্র করে পুরো ইউনিয়নে দেখা গেছে উৎসবের আমেজ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মির্জাপুর ইউনিয়ন চত্বরে তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের আয়োজন করা হয়। এর আগে সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। এই ভোট শুধু ওই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরাই দিতে পেরেছেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন তাদের পছন্দের নেতাকে।


বিজ্ঞাপন


গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন নেতাকর্মী ভোটার ছিলেন। এবারের নেতা নির্বাচনে সভাপতি পদে ২ জন। সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল দুপুর ৩টায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।

নির্বাচনে সভাপতি পদে আব্দুল হামিদ ছাতা মার্কায় ২৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকতম প্রতিদ্বন্দ্বী মজিবর রহমান চেয়ার মার্কায় পেয়েছেন ১০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডা. ওয়াহেদুল মোটরসাইকেল মার্কায় পেয়েছেন ২১৮ ভোট ও নিকটতম আব্দুস সামাদ সর্দার মই মার্কায় ১০১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী বাবলু মিয়া মোরগ মার্কায় পেয়েছেন ২০৫ ভোট। নিকটতম হায়ারুল ইসলাম ঘোড়া মার্কায় পেয়েছেন ১৫৮ ভোট। মোট ভোট পড়েছে ৪১৪টি।

নির্বাচনে সভাপতি পদে জয়ী আব্দুল হামিদ বলেন, নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন স্বচ্ছতা তৈরি করে। সেই সাথে ভোটের সংস্কৃতি আমাদের গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করবে। স্বচ্ছতার সাথে যেন দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার নিকট দোয়া কামনা করছি। 

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন