নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক এই এমপির বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ গত ৭ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হন। পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত ওই আসনের দুইবারের সংসদ সদস্য আয়েন উদ্দিনকে বাদ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাকে নৌকার মাঝি করে।
জেবি