জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনেও পরিবর্তনের হাওয়া বইছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের অসাধু ও ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে প্রতিনিয়ত মামলা হচ্ছে। ১৭ বছর পর অনেকটা স্বস্তিতে থাকা বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ মামলার আসামির তালিকা থেকে নাম বাদ দিতে কাজ করছেন এমন অভিযোগ উঠছে। রাজধানীর পাশের জেলা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে এমন মামলা বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ খোদ দলের নেতাকর্মীদের।
শুধু তাই নয়, দলীয় কর্মসূচিতে সক্রিয় না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে দীর্ঘদিন রাজনীতি করা লোকজনও এখন সামনের সারিতে চলে আসছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে ত্যাগী নেতারা অনেকটা ছিঁটতে পড়তে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে তৃণমূলের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপরাধে জড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন।
যদিও নিজের এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে আসা এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন এই নেতা। আর জেলার নেতারা এসব বিষয় অবগত থাকলেও সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতা এবং একজন ভুক্তভোগীর অভিযোগ- ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বেপরোয়া হয়ে উঠেছে উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক ও তার পরিবারের লোকজন। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পতনের আগ পর্যন্ত মাঠে ছিলেন না বললেই চলে। উল্টো এই পরিবারের লোকজন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ভাগ-বাটোয়ারায় অংশীদার হয়েছেন।
তাদের অভিযোগ, রাজনৈতিক পট-পরিবর্তনের পর বিভিন্ন ঘটনায় যেসব মামলা হচ্ছে তা থেকে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাদ দিয়ে নিরাপরাধ লোকজনকে আসামি করা হচ্ছে। যেখানে বড় অংকের আর্থিক লেনদেনও হচ্ছে।
তবে এমন অভিযোগ মানতে নারাজ বিএনপি নেতা রিপন মল্লিক। ঢাকা মেইলকে তিনি বলেন, যেসব অভিযোগ আসছে এগুলো একদমই সঠিক নয়। যারা দলের সুনাম নষ্ট করতে চায় তারা এসব ছড়াচ্ছে। আমরা নিরপরাধ মানুষকে মামলা দেওয়ার একদমই পক্ষে নই। এসব ঘটনার সঙ্গে আমি এবং আমার লোকজন জড়িত নয়।
অভিযোগ উঠেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বারেক শেখ, সাধারণ সম্পাদক লিটন মাঝি, সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মাঝি, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদসহ বেশ কয়েকজনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মামলার আসামি থেকে বাদ দেওয়া হয়েছে। যার পেছনে হাত রয়েছে বিএনপি নেতা রিপন মল্লিক ও তার পরিবারের।
ঢাকা মেইলের হাতে আসা মুন্সীগঞ্জ সদর থানার একটি হত্যা মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা যায়- এই মামলায় যাদের আসামি করা হয়েছে তারা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা। ওই মামলায় বাবুল শেখ নামে একজনকে আসামি করা হয়েছে যিনি ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরবে ছিলেন।
শুধু তাই নয়, টঙ্গীবাড়ি উপজেলার কামারখারা ও দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা এলাকার একাধিক নিরীহ মানুষকে হত্যা মামলার আসামি করেছেন। যিনি রিপন মল্লিকের আস্থাভাজন হিসেবে পরিচিত।
অভিযোগ আছে, গত ২৯ আগস্ট আউটশাহী ইউনিয়নবাসী কিশোরগঞ্জ জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার রাসেল শেখের বাড়িতে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিকের নেতৃত্বে প্রকাশ্যে হামলা চালানো হয় ও ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ব্যবসা প্রতিষ্ঠান তালা লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও পদ্মা নদীতে বালু মহলও তার লোকজন দখল করতে চেষ্টা করছে। এ নিয়ে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
রিপন মল্লিকের দাবি, মামলার আসামি করা, বালু মহল কারা দখল করতে চাচ্ছে এ সম্পর্কে কিছুই জানি না। ৫ তারিখের পর থেকে এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায়ে থাকে সেজন্য কাজ করছি। নিজের টাকা দিয়ে থানা ঠিক করে দিয়েছি। অস্ত্র উদ্ধার করে দিয়েছি।
তিনি বলেন, মামলায় অনেক আসামি দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু নিরীহ মানুষও আছে। কিন্তু কোনো আসামির নাম দেওয়া বা কাটা কোনো কিছুর সঙ্গেই আমি নেই। অনেকে দীর্ঘদিন আওয়ামী লীগের লোকজনের জন্য বালু তুলতে পারত না তারা এখন হয়তো বালু উত্তোলন করছে। কারা করছে এসবও জানি না। প্রয়োজনে আপনারা (সাংবাদিকরা) এলাকা ঘুরে তথ্য নিয়ে নিতে পারেন। বালু উত্তোলন বন্ধ করার জন্য ইউএনওর সঙ্গে কথা বলব। এটা দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহীউদ্দিন আহম্মেদ ঢাকা মেইলকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমরা মন্দির পাহারা দিয়েছি। কোনো জায়গায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার চেষ্টা অব্যাহত আছে। তারপরও কিছু জায়গার ঘটনার অভিযোগের কথা শুনছি। কিন্তু আমাদের কাছে এখনও কোনো সরাসরি অভিযোগ আসেনি।
বিইউ/এমএইচএম