বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বহু আত্মত্যাগে নতুন দেশ পেয়েছি, এটা ধরে রাখতে হবে: খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

বহু আত্মত্যাগে নতুন দেশ পেয়েছি, এটা ধরে রাখতে হবে: খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বহু আত্মত্যাগের পর নতুন স্বাধীন দেশ পেয়েছি, এটা ধরে রাখতে হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) ‘অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস কেমন গেল’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এই কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।


বিজ্ঞাপন


দুঃস্বপ্নের সময় পার করেছেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পলায়নের পরে দেশে যে পরিবর্তন হয়েছে, সেটা মনোজগতে ধারণ করতে হবে। রাজনৈতিক অর্থনৈতিক সামাজিকভাবে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চাই। তরুণদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে হবে। যারা এটা বুঝবে না আগামীর রাজনীতিতে তাদের জায়গা হবে না।

আরও পড়ুন

নির্বাচনকালীন সরকারব্যবস্থার স্থায়ী সমাধান চায় বিএনপি

সাবেক এই মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সমর্থন করে কিছু কাজ সম্পন্ন করতে হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে সরকারকে সমর্থন করতে হবে। শেখ হাসিনা যে মালিকানা কেড়ে নিয়েছে, জনগণের সেই মালিকানা ফিরিয়ে দিতে হবে।


বিজ্ঞাপন


আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে তা দেশের জনগণই ঠিক করবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর