images

রাজনীতি

ডোনাল্ড লু’র সফর নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৪, ০২:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, বিএনপি বিদেশি শক্তির ওপর নির্ভর করে না, বিএনপির আস্থা দেশের মানুষের ওপর।

মঙ্গলবার (১৪ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

সরকার সহিংসতা করে দায় চাপিয়েছে আমাদের ওপর: নজরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা- এই বিষয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। লু নিয়ে এত উৎসাহিত আমরা নই। লু নিয়ে উৎসাহিত আপনারা (আওয়ামী লীগ)। লু কি বার্তা নিয়ে আসছেন, সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়।

দুই দিনের সফরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু।

এমআর