নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৪, ০৩:২৩ পিএম
বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি বের করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আগামীকাল রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে থেকে এই র্যালিটি শুরু হবে। বর্ণাঢ্য এই র্যালিটি বঙ্গবন্ধুর এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।
আলোচনা সভা ও র্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।
এদিকে আগামীকাল পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ উদযাপনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হবে দিনটি।
জেবি