নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম
ঢাকা মহানগর উত্তরের তিন ও দক্ষিণের চার জায়গায় কালো পতাকা মিছিল করতে অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে বিএনপি।
সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দফতরের চলতি দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত আবেদনপত্রটি ডিএমপিতে পাঠানো হয়।
দলীয় সূত্র জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা মহানগরের থানায় থানায় এই কর্মসূচি পালন করবে। এরমধ্যে দক্ষিণে পীরজঙ্গি মাজার/আরামবাগ, যাত্রাবাড়ী কদমতলী, দয়াগঞ্জ এবং নিউমার্কেট/আজিমপুর। আর উত্তরে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড, উত্তরা-১২ নম্বর সেক্টর কবরস্থানের পাশে এবং বাড্ডা রিংরোড এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনিবার ‘অবৈধ ডামি’ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে ৩০ জানুয়ারি দেশের সকল মহানগর, থানা, জেলা, সদর, সকল উপজেলায় এবং সকল পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
এইউ