বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

বিএনপি ও সমমনা দলগুলোর কালো পতাকা কর্মসূচি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:১৫ এএম

শেয়ার করুন:

বিএনপি ও সমমনা দলগুলোর কালো পতাকা কর্মসূচি শুরু আজ
ফাইল ছবি

বিএনপি ও সমামনা দলগুলোর কালো পতাকা কর্মসূচি শুরু আজ। এদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে সব জেলায় কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করবে দলগুলো।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দামের প্রতিবাদে একই দাবিতে শনিবার ঢাকাসহ সব মেট্রোপলিটন শহরে একই কর্মসূচি পালন করা হবে।


বিজ্ঞাপন


গণতন্ত্র মঞ্চ ছাড়াও ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমন্বয় জোট, গণঅধিকার পরিষদ, এলডিপি, লেবার পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণফোরাম ও পিপলস পার্টি রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবে দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন
কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেল বিএনপি

তিনি বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) এই কর্মসূচি সম্পর্কে জানিয়েছি। আমাদের দলের ভাইস চেয়ারম্যান আইনজীবী নিতাই রায় চৌধুরী কর্মসূচি নিয়ে ডিএমপি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ডিএমপি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক অনুমতি না দিলেও এই কর্মসূচির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

রিজভী বলেন, কালো পতাকা কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

এর আগে গত রোববার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ সংসদ বাতিল করে নতুন নির্বাচনসহ নানা দাবিতে দু‘দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছিল দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই হবে বিএনপির প্রথম পথচলা কর্মসূচি।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর