নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৪, ০৪:২৪ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টিতে চলছে চরম পর্যায়ের অস্থিরতা। এর অংশ হিসেবে এবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের সব পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি।
শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই কথা জানানো হয়।
যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন।
অব্যাহতি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তে এবারের নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় জাতীয় পার্টি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দেন-দরবারের পর দলটি ২৬টি আসনে ছাড় পায়। এছাড়া ২৮৭টি আসনে প্রার্থী ঘোষণা দেয় জাপা। তবে নির্বাচনের আগেই দলের ভঙ্গুর অবস্থার চিত্র সামনে আসতে থাকে। একে একে প্রার্থীরা ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ভোটের ফলাফলে ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির। দলটি এবারের নির্বাচনে মাত্র ১১টি আসন পেয়েছে। প্রতিষ্ঠার পর সংসদে এত অল্পসংখ্যক আসন এর আগে কখনো পায়নি জাপা। এমনকি দলের দুর্গখ্যাত বৃহত্তর রংপুরেও প্রার্থীরা অনেকেই জামানত হারিয়েছেন।
আরও পড়ুন
দলের এই ভরাডুবির জন্য নেতাকর্মীদের অনেকেই চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়ী করছেন। নির্বাচনের পর জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে বিক্ষোভও করেছেন নেতাকর্মীরা। তারা চেয়ারম্যান ও মহাসচিবকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন।
বিবৃতিতে হেভিওয়েট এই দুই নেতাকে বহিষ্কারের কারণ জানায়নি জাতীয় পার্টি। তবে ধারণা করা হচ্ছে, দলের নেতাকর্মীদের বিক্ষোভের পেছনে এই দুই নেতার হাত ইন্ধন পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল।
জেবি