images

রাজনীতি

‘কেন্দ্রে কিছু লোক দাঁড় করিয়ে ভোটার উপস্থিতি দেখানোর নাটক করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম

জনগণ নির্বাচন বর্জন করেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘ভোটকেন্দ্রে কিছু লোক দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর সাজানো নাটক করছে সরকার। তবে নাটক করে জনগণ ও বিশ্বকে প্রতারিত করতে পারবে না। রহস্য সারাবিশ্বে উন্মোচিত হয়ে গেছে। ভোটকেন্দ্রে না গিয়ে দেশের মানুষ সরকারকে বর্জন করেছে।’

রোববার (৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঈন খান।

আরও পড়ুন

ভোটে অংশ না নিয়ে বিএনপির গণতন্ত্রমনারা ভুল করেছেন: আইনমন্ত্রী

বিএনপির এই নেতা বলেন, ‘দেশে-বিদেশে সব জায়গায় সংসদ নির্বাচন ভুয়া প্রমাণিত হয়েছে। জনগণ ভোট বর্জন করেছে। কেন্দ্রে ভোটার নয় কুকুর-বিড়াল উপস্থিত হয়েছে।

মঈন খান বলেন, কেন্দ্রে ভোটারশূন্য শুধু নয়, ২০১৪ সালের পুনরাবৃত্তি হয়েছে। কেন্দ্রে ভোটার নয়, কুকুর-বিড়াল উপস্থিত হয়েছে। কুকুর কেন্দ্রে রোদ পোহাচ্ছে।

আরও পড়ুন

প্রত্যাশিত উন্নয়ন হওয়ায় জনগণ নৌকা মার্কায় ভোট দেবে: টিপু মুনশি

ভোট বর্জন করে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন সফল হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকার বিএনপিকে ভাঙতে না পেরে ব্যর্থ হয়েছে। জেল-জুলুম গ্রেফতার করে বিএনপির আন্দোলন দমাতে পারেনি, সেখানেও সরকার ব্যর্থ। বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর চেষ্টাতেও সরকার ব্যর্থ হয়েছে।

বিএনপির সমর্থকরাই শুধু নয়, আওয়ামী লীগের সমর্থকরাও তাদের সময় নষ্ট করে ভোটকেন্দ্রে যায়নি বলে দাবি করেন বিএনপির এই নেতা।

এমআর