শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

প্রত্যাশিত উন্নয়ন হওয়ায় জনগণ নৌকা মার্কায় ভোট দেবে: টিপু মুনশি

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

প্রত্যাশিত উন্নয়ন হওয়ায় জনগণ নৌকা মার্কায় ভোট দেবে: টিপু মুনশি

রংপুরের কাউনিয়া-পীরগাছা এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দেবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ আসনের নৌকার প্রার্থী টিপু মুনশি।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


টিপু মুনশি বলেন, সকালে কুয়াশা আর শীতের কারণে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও এখন ভোটার উপস্থিতি বাড়ছে। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্যণীয়।

আরও পড়ুন

ভোটে অংশ না নিয়ে বিএনপির গণতন্ত্রমনারা ভুল করেছেন: আইনমন্ত্রী

টিপু মুনশি বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররা বিএনপি-জামায়াতের ভোট বর্জনকে আহ্বান প্রত্যাখ্যান করে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। সবমিলিয়ে ভোট উৎসব চলছে।

উল্লেখ্য, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের টিপু মুনশি (নৌকা), জাতীয় পার্টির সেলিম মোস্তফা (লাঙ্গল) এবং বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম ডাব প্রতীকে লড়ছেন।


বিজ্ঞাপন


এই আসনে মোট ভোটার চার লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৪৯ জন। হিজড়া ভোটার রয়েছে ৪ জন। ১৬৩ কেন্দ্রের ৯৭৭ টি কক্ষে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর