নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে নির্বাচন কমিশনে দাখিলকৃত আওয়ামী লীগ সভাপতির হলফনামায় তার বাসার ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত ‘সুধাসদন’।
তাহলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় ভোট দেবেন? গোপালগঞ্জ নাকি ঢাকার ধানমন্ডিতে?
যেহেতু আওয়ামী লীগ সভাপতি হলফনামায় তার বাসার ঠিকানা রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত ‘সুধাসদন’ উল্লেখ করেছেন, তাই শেখ হাসিনা ভোটও দেবেন এই আসনের প্রার্থীকে।
‘সুধাসদন’ বাড়িটি ঢাকা-১০ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এ আসনে এবারে নৌকার প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ।
ফলে বলা যায়, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থীর কপালে জুটছে প্রধানমন্ত্রীর ভোট।
জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটকেন্দ্র হবে রাজধানীর সিটি কলেজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই কেন্দ্রে ভোট দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
কারই