ঢাকা মেইল ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ এএম
নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ভোটবর্জনে ২১ থেকে ২৩ ডিসেম্বর (বৃহস্পতি থেকে শনিবার) দেশব্যাপী গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
অধ্যাপক মুজিবুর রহমান দেশবাসীর উদ্দেশে বলেন, ‘বিরোধীদল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। বিরোধীদল ঘোষিত শান্তিপূর্ণ অবরোধ, হরতাল কর্মসূচি বানচাল করার জন্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও বিজিবি ব্যবহার করা হচ্ছে।’
আরও পড়ুন: বিরোধীদের ফাঁসাতে সরকার পরিকল্পিত নাশকতা করছে: নুর
তিনি বলেন, ‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। দেশের প্রায় সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে। কিন্তু সরকার সকল মহলের দাবি ও মতকে অগ্রাহ্য করে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে তপশিল ঘোষণা করে প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে।’
আরও পড়ুন: বিএনপি ভোটের কী বোঝে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
তিনি আরও বলেন, ‘বিরোধীদলের নেতাকর্মীরা চলাফেরা করতে পারছেন না, বাড়িতে অবস্থান, এমনকি জানাজা ও মসজিদে নামাজ আদায় করতে পারছেন না। সরকারের প্রতিবন্ধকতা ও জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে প্রহসনের নির্বাচনের যে আয়োজন করেছে, জনগণ তা কোনো অবস্থাতেই মেনে নেবে না।’
এ পর্যন্ত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪ হাজার ৮৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অধ্যাপক মুজিবুর রহমান।