নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এ কে আজাদ। ফরিদপুর-৩ আসন (সদর) থেকে নির্বাচিত হলে ফরিদপুরবাসীর কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন ব্যবসায়ীদের প্রধান সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি।
এ কে আজাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। যদিও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ফরিদপুর-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে শামীম হককে। যেখানে এ কে আজাদসহ দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১১ জন।
সোমবার রাতে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার বাসভবনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এ কে আজাদ বলেন, সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। সাধারণ মানুষ চায়, তিনি যেন নির্বাচন করেন।
এ কে আজাদ বলেন, ফরিদপুর অঞ্চলে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আমার কর্মী-সমর্থকদের কথা বিবেচনায় নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। ব্যবসা-বাণিজ্য, শিল্প, শিক্ষা ও চিকিৎসা— খাতে কাজ করতে চাই। এজন্য শিল্পে পিছিয়ে পড়া এই অঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। মূলত অল্পশিক্ষিত ও শিক্ষিত বেকাদের কর্মসংস্থানের সুযোগ দিতে রাজনীতিতে এসেছি।
এইউ