images

রাজনীতি

অবরোধের সমর্থনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৩, ১২:২৭ পিএম

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধকে সমর্থন করে রাজধানীর খিলগাঁও এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল করে সড়কে অবস্থান নিতে দেখা গেছে বিএনপির এই ছাত্র সংগঠনের নেতাদের। 

ওই বিক্ষোভের নেতৃত্বে দিয়েছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির।

আরও পড়ুন

এছাড়া বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আরিফ, আব্দুস সাত্তার পিয়াস, মো. মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক ইমরান নওশাদ ও সদস্য মো. শাহেদ হাসান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ন কবির, যুগ্ম আহ্বায়ক সোহাগ ভূইয়া, ইফতেখার উদ্দিন ফয়সাল, কাজী ইকবাল হোসেন শিখর, আনোয়ার হোসেন বাপ্পি, আল আমিন, আব্দুর রাজীব ও সদস্য মনিরুজ্জামান টিটু এবং রাফাত জামান গাফ্ফার আহ্বায়ক, সবুজবাগ থানাসহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা করে বিএনপি। ওই কর্মসূচির প্রথম দিন আজ।

এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ৭২ ঘণ্টার এই অবরোধ ভোর ৬টা থেকে শুরু হয় ২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অবরোধকে সমর্থন করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন।

বিইউ/এইউ