নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৩, ০১:২৫ পিএম
বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আলোচিত-সমালোচিত সাবেক প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর একটার দিকে বিপুল নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসান।
সমাবেশে যোগদানের সময় জাতীয় পতাকা হাতে দেখা যায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে।
শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের পদ হারিয়েছিলেন ডা. মুরাদ হাসান। তিন জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। সেই অব্যাহতি প্রত্যাহার করার পর তাকে দলের পক্ষ থেকে ক্ষমা করা হয়।
বিতর্কিত নানা বক্তব্য দিয়ে ২০২১ সালে একাধিকবার সমালোচিত হন ডা. মুরাদ হাসান। সবশেষ চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে নিজ জেলায় আওয়ামী লীগের পদ হারান তিনি। একইসঙ্গে প্রতিমন্ত্রীর পদ হারান ও আওয়ামী লীগ থেকে এক রকম বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী।
দীর্ঘদিন গণমাধ্যম ও লোকচক্ষুর অন্তরালেই ছিলেন জামালপুর-৪ আসনের এই সংসদ সদস্য।
কারই/এমআর