images

জাতীয়

এফডিসির সামনে থেকে ৪২ কেজি গাঁজাসহ তিনজন ধরা

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৩, ০৪:৩৯ পিএম

পিকআপে করে মাদক পরিবহনকালে রাজধানীর তেজগাঁও থেকে ৪২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

শুক্রবার (২৭ জানুয়ারি) গোয়েন্দা-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) সামনের রাস্তা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো. আজিম, মহসিন ও পিকআপ চালক মো. রাকিব।

Arrest>> আরও পড়ুন: চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২

গোয়েন্দা-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সেগুলো পিকআপযোগে বিশেষ কৌশলে ঢাকায় এনে কাওরানবাজার ছাড়াও বাড্ডা, ভাটারা, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

/আইএইচ